“বিশ্ব কুষ্ঠ দিবস”
আজ বিশ্ব কুষ্ঠ দিবস। প্রতি বছর জানুয়ারির শেষ রবিবার পালন করা হয় এবং কুষ্ঠরোগে আক্রান্তদের প্রতি সমর্থন প্রদর্শন এবং রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয় ।কুষ্ঠ রোগীদের জন্য দেশে সরকারি হাসপাতাল রয়েছে তিনটি। একটি ঢাকায়, একটি নীলফামারীতে ও একটি সিলেটে।দেশের কুষ্ঠ রোগীদের বিনা মূল্যে চিকিৎসার সঙ্গে ওষুধ দিচ্ছে সরকার। যাদের পায়ে সমস্যা, তাদের বিনা মূল্যে বিশেষ জুতা বা ক্রাচ দেওয়া হয়। প্রতিবন্ধীদের ভাতা দেওয়া হচ্ছে।দেশের ৯টি জেলায় কুষ্ঠ রোগের প্রকোপ সবচেয়ে বেশি। এর মধ্যে সীমান্তবর্তী জেলা চা-বাগান ও হাওরাঞ্চল অধ্যুষিত মৌলভীবাজার তালিকার ১ নম্বরে রয়েছে। এ ছাড়া রয়েছে দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, রংপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট ও মেহেরপুর।এসব জেলায় প্রতি লাখ মানুষের মধ্যে পাঁচজন কুষ্ঠ রোগে আক্রান্ত।এই দিনটি রোগ নির্মূল করার জন্য নিরন্তর প্রচেষ্টার প্রয়োজনীয়তারও স্মরণ করিয়ে দেয়।কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করার জন্য দিবসটি পালিত হয়।